সিদ্ধিরগঞ্জে খামারির চারটি গরু লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাতরা
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে আম্বর পাল্প অ্যান্ড পেপার মিলের পাশে অবস্থিত আরিফ নামের এক প্রবাসীর গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটেছে।১০ জানুয়ারি শনিবার ভোর রাত প্রায় ৪টার দিকে ৮ সদস্যের একটি ডাকাত দল খামারটিতে হানা দেয়।ডাকাতরা অস্ত্রের মুখে মিলের সিকিউরিটি গার্ড মো. রেজাউল করিমকে মারধর করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার পর হাত-পা বেঁধে রেখে খামার থেকে ৪টি গরু লুট করে নিয়ে যায়। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৭ থেকে ৮ লাখ টাকা বলে জানান ভুক্তভোগী।খামারের মালিক আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘ চার বছর ধরে স্বাবলম্বী হওয়ার আশায় তিনি এই গরুর খামার পরিচালনা করে আসছিলেন।আম্বর পাল্প অ্যান্ড পেপার মিলের আরেক সিকিউরিটি গার্ড আবু বক্কর জানান, ডাকাতরা চলে যাওয়ার সময় একটি দেশীয় অস্ত্র (দা) ফেলে যায়।সিসিটিভি ফুটেজে হলুদ রঙের একটি ট্রাক দেখা গেছে, যেটি ব্যবহার করে ডাকাতরা গরুগুলো নিয়ে যায়।স্থানীয়রা জানান, আগে একটি মুদি দোকান চালাতেন আরিফ হোসেন। পরে নিজ এলাকায় গরুর খামার গড়ে তোলেন এবং প্রতিবছর ঈদুল আজহায় গরু বিক্রি করতেন। সেই আয়ের টাকা দিয়েই তিনি আবার নতুন গরু কিনতেন। কিন্তু এক রাতের ডাকাতিতে তার সব পরিশ্রম শেষ হয়ে গেছে।খামারির স্বজনরা জানান, ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন তরুণ এই উদ্যোক্তা। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও দোষীদের গ্রেফতারের দাবি জানান।