• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:২২:০৩ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ। অনাহারে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। এই নিয়ে গাজায় অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে। এদের মধ্যে ১১৯ জন শিশু।২৭ আগস্ট বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজা সিটি ও সংলগ্ন এলাকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেপ্টেম্বরের মধ্যে দেইর আল বালাহ ও খান ইউনিসেও ছড়াবে এই সংকট।অপরদিকে, খরা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়, গাজায় দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বিপর্যয় আখ্যা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ত্রাণের গাড়ি আটকে রাখা, প্রবেশ পথগুলোয় বোমাবর্ষণ, ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণকেন্দ্রে নিয়মিত হামলা- এসব কারণে তীব্র রূপ ধারণ করেছে সংকট।উল্লেখ্য, ইসরায়েলি আগ্রাসনের অংশ হিসেবে ত্রাণ প্রবেশে বাধা দেয়ার পর থেকেই গাজায় প্রতিটি মানুষের দিন কাটছে তীব্র ক্ষুধা নিয়ে। সেইসাথে মৃত্যুঝুঁকিতে আছে ৫ লাখের বেশি অনাহার-অপুষ্টিতে ভোগা মানুষ। সেপ্টেম্বরের মধ্যে এই সংখ্যা ছাড়াতে পারে ৬ লাখ ৪০ হাজার।