• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩২ রাত ০২:১৮:৩০ (05-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে। ২৫ আগস্ট সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরারমার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন।’ এর আগেও যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, তবে তার সেই ঘোষণা বাস্তবায়িত হয়নি। বরং, ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছেন তিনি।একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। এছাড়া চলতি বছরের শুরুতে গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের অপসারণের পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প।ট্রাম্প এমন সময়ে এ মন্তব্য করলেন যখন ইসরায়েলি বাহিনীর পরপর হামলায় গাজার নাসের হাসপাতালে ৬ সাংবাদিকসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়টার্স ও আলজাজিরা কর্মরত সাংবাদিকও ছিলেন।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দ্বিতীয় হামলাটি তখন ঘটেছিল যখন উদ্ধারকর্মী, সাংবাদিক এবং অন্যান্য লোকেরা প্রথম হামলার স্থানে ছুটে যান। রয়টার্সসহ বেশ কিছু সংবাদমাধ্যমে ওই সময় লাইভ ফুটেজ দেখাচ্ছিল।