• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ ভোর ০৫:০৯:৪৩ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে মারুফা আক্তার (৪৫) নামের এক গৃহবধূর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২ আগস্ট শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে । ওই গ্রামের স্থানীয় ঔষধ ব্যবসায়ী মিজানুর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি মারুফার কথিত দ্বিতীয় স্বামী।মারুফার নিকট আত্মীয়দের অভিযোগ, ভুয়া কাবিননামা তৈরি করে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করে আসছিলেন মিজানুর। তারা দাবি করেন, এই সম্পর্ক ছিল একতরফা এবং মানসিক নিপীড়নের একটি ধারাবাহিক রূপ।স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যরাতে আচমকা মারুফার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ছুটে যান। ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে ভেতরে সন্দেহ হয়। তালা ভেঙে প্রবেশ করে মারুফার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। আশ্চর্যজনকভাবে, তখন ঘরে তার স্বামী মিজানুর রহমান উপস্থিত ছিলেন না। এমনকি ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। মারুফার জামাতা মো. মোতালেব বলেন,আমার শাশুড়ি দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে ফিরে নিজের বাবার বাড়িতে উঠেন। এরপর মিজানুর রহমান ভুয়া কাবিন তৈরি করে তাকে জোর করে স্ত্রী হিসেবে দাবি করতে থাকেন। আমরা ধারণা করছি, এই নির্মম ঘটনার পেছনে মিজানুরেরই হাত রয়েছে। ঘটনার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এটি নিছক দুর্ঘটনা নয় বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আলামত দেখে মনে হচ্ছে, ঘরের ভিতরে স্ত্রী মারুফাকে অগ্নিসংযোগের মাধ্যমে হত্যা করা হয়েছে। শরীরে আগুন লাগানোর আগে মাথায় আঘাতেরও চিহ্ন রয়েছে। এরপর বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে মিজানুর রহমান পালিয়ে যান বলে আমরা সন্দেহ করছি।তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।