• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:৩৮:৫০ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:৩৮:৫০ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

টঙ্গীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা না কি হত্যা?

টিটন কুমার ঘোষ, পুবাইল পশ্চিম : গাজীপুর মহানগরের জিএমপি টঙ্গী পূর্ব থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের পাগাড় ইদগাহ রোডের মন্ডল বাড়িতে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। আল আমিন মণ্ডলের স্ত্রী সূচনা (২৫) নামে এক গৃহবধূ বিষপানে মারা গেছেন বলে জানা গেছে। তবে এটি আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যা—তা নিয়ে এলাকায় চলছে জোর সমালোচনা ও নানা গুঞ্জন।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সূচনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে বিষপানের বিষয়টি সামনে এলেও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, এটি হয়ত একটি সাজানো আত্মহত্যা বা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।