• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ ভোর ০৫:০৮:৩০ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে মুহিদ (২৫) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট বিনবিনার চর-এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ কলেজ ছাত্র মুহিদ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনাম মাষ্টারের ছেলে। তিনি চীন থেকে সম্প্রতি অনার্স শেষ করে এসেছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, লেখা পড়া করতে দীর্ঘ দিন চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে দেশে আসেন মেহেদি হাসান মুহিদ। মঙ্গলবার দুপুরে স্থানীয় তিনজন বন্ধু মিলে আউলিয়ার হাট বিনবিনার চর এলাকায় তিস্তা নদীতে নেমে গোসল করছিলেন মুহিদ। এ সময় ২ বন্ধু উঠে এলেও মুহিদ স্রোতের চাপে নদীর গভীরে তলিয়ে নিখোঁজ হন। প্রথমে স্থানীয়রা পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত (বিকেল ৫টা) তার সন্ধান মেলাতে পারেনি।কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস দায়িত্বে থাকা লিডার শরিফুল ইসলাম বলেন, রংপুর থেকে ডুবুরি দল নেয়া হয়েছে। তারা ফায়ার সার্ভিস সদস্যদের সাথে নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে তার সন্ধান এখনো মিলেনি।