• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৩:৩৬:৪৩ (09-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দেশে প্রথমবারের মতো অপো নিয়ে এলো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে যুগান্তকারী মাইলফলক স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো। দেশের প্রথম ও একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নতুন উন্মোচিত হওয়া অপো এ-৬ এবং অপো এ-৬ এক্স-এর সাথে দুই বছরের ওয়ারেন্টিসহ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এসেছে তারা। বার্ষিক ও’ ফ্যানস ফেস্টিভাল উপলক্ষে ইন্ডাস্ট্রির প্রথম চালু হওয়া এই সুরক্ষা ব্যবস্থাটি বাংলাদেশে বিক্রয়-পরবর্তী সেবার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে।বাংলাদেশে প্রথমবারের মতো অপো এ-৬ বা এ-৬ এক্স কেনা ক্রেতারা সম্পূর্ণ ৯০ দিনের রিপ্লেসমেন্ট সাপোর্ট উপভোগ করতে পারবেন। নিজেদের নতুন এ-সিরিজ ডিভাইসের স্থায়িত্ব ও পারফরম্যান্সের ক্ষেত্রে অপোর গভীর আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ এই উদ্যোগ। অপো তাদের এ-সিরিজ লাইনআপে দুটি শক্তিশালী সংযোজন এনেছে, যা ব্যবহারকারীদের জন্য দীর্ঘস্থায়িত্ব, পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে।অপো এ৬-এ সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা পুরো দিনের ব্যবহার ছাড়িয়েও ব্যতিক্রমী সহনশীলতা নিশ্চিত করে। ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৯ আল্টিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স ও উন্নত সুপারকুল ভিসি সিস্টেম রয়েছে, যা ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য নিয়ে আসা হয়েছে। অপো এ৬ অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লুর মতো প্রাণবন্ত রঙে নিয়ে আসা হয়েছে।অপো এ-৬ এক্স দক্ষতা ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে এবং আইস ব্লু ও প্লাম পার্পলের মতো প্রাণবন্ত রঙ ডিভাইসটিকে সক্ষমতা ও স্টাইলের ভারসাম্যপূর্ণ সমন্বয় করে তোলে।এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “অপো এ৬ ও এ-৬ এক্স, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট পলিসি ও বর্ধিত দুই বছরের ওয়ারেন্টি নিয়ে এসেছে। যা বাংলাদেশে অপোর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে হাজির হয়েছে। এই উদ্যোগটি গুণগত মানের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি এবং একইসাথে, ও’ ফ্যানস কমিউনিটির প্রতি আমাদের গভীর নিষ্ঠার শক্তিশালী প্রতিফলন।”