সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। উল্টে গেছে ড্রেনের স্ল্যাব। পাশাপাশি ভেঙে গেছে সড়কের সাইট। এ সময় আহত হয়েছেন নারী-পুরুষসহ ৩ জন।২৬ আগস্ট মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিআইখোলার বউ বাজার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হৃদয় বলেন, 'আমরা কয়েকজন বন্ধু মিলে পাশের একটি চা দোকানে বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। তখন দেখে বিস্ফোরণস্থলে ড্রেনের স্ল্যাবের উপরে থাকা নরুল ইসলাম উড়ে সড়কে পড়ে যান। দুজন পথচারী নারী কুড়িয়ে হাঁটছিলেন। তখন আমরা তাদেরকে চট্টগ্রামরোট সুগন্ধা হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা নিয়ে নারী দুজন চলে গেছেন আর নরুল ইসলামকে ভর্তি করা হয়েছে।'স্থানীয় আরেক বাসিন্দা সাদ্দাম বলেন, 'বিস্ফোরণে ড্রেনের স্ল্যাব অন্তত ৩-৪ ফুট উপরে উঠে যায়। এ সময় আশপাশের ভবনগুলো কাঁপছিল।'নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর আমাদের লোকজন পরিদর্শন করতে ঘটনাস্থলে গেছেন। প্রতিবছর টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। এ বছর এখনো পরিষ্কার করা হয়নি।সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, 'ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে বিস্ফোরণ হয়েছে তার তদন্ত চলছে। তদন্ত শেষে সুনির্দিষ্ট কারণ বলা যাবে।