• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ সকাল ০৬:৩৩:৫৬ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

আন্দোলনে ছাত্র হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে পাবনায় মানববন্ধন

পাবনা প্রতিনিধি: জুলাই আন্দোলনের ছাত্র হত্যার সাথে জড়িত চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বরকতউল্লাহ ফাহাদ, মামুন আল হাসান, এস এম হাবিবুল্লাহ, আসিফ আহমেদ, মেহেদী হাসান রুমন।বক্তারা বলেন, জুলাই আন্দোলনের ছাত্র জনতার নির্বিঘ্নে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী। তাদের এখনও পুলিশ প্রশাসন গ্রেফতার করতে সক্ষম হয়নি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত এ সকল আওয়ামী সন্ত্রাসীদের করা না হয় তাহলে আবার ছাত্রজনতা রাজপথে নামতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দেন।