চবিতে হামলার প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ঢাকা কলেজ প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা।৩১ আগস্ট রোববার রাত সাড়ে ৮টার দিকে টেনিস গ্রাউন্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আবাসিক হল প্রদক্ষিণ করে বকুল তলায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।ঢাকা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাত হোসেন বলেন, এক ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ করায় ছাত্রদের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় ইন্টেরিম সরকার চরম ব্যর্থ।তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার হাসিনার দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল ও অন্যান্য ছাত্রসংগঠনের পক্ষ থেকে বলছি, কোনোভাবেই এদের পুনর্বাসন হতে দেওয়া হবে না।এসময় বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য রাখেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হোসেন। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে নতুন করে মাঠে নেমেছে। দিল্লির এজেন্ডা বাস্তবায়নে চবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। শিক্ষার্থীদের ধানক্ষেতে ফেলে কুপিয়ে আহত করার মতো ঘটনা ইতিহাসে নজিরবিহীন।