কেরানীগঞ্জে গ্রিল কেটে বিদ্যালয়ে চুরি: খোয়া গেছে রেজিস্ট্রেশনের টাকা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চরকুতুব মাধ্যমিক বিদ্যালয়ে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।এ সময় চোর চক্র বিদ্যালয়ের অফিস কক্ষের আলমারিতে থাকা রেজিস্ট্রেশনের ৩৬২০০ টাকা চুরি করে নিয়ে গেছে।৩১ আগস্ট রোববার সকালে অফিস সহকারী বিদ্যালয়ের তালা খুলে এ ঘটনা দেখে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে খবর দেন। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়টি বন্ধ করার পর রোববার সকাল পর্যন্ত যেকোনো সময়ে এ চুরির ঘটনা ঘটেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল জানান, বিদ্যালয়টিতে ২য় সাময়িক পরীক্ষা চলতেছে। বৃহস্পতিবার পরীক্ষা শেষে যথা নিয়মে অফিস কক্ষ তালাবদ্ধ করে চলে যাওয়ার পর রোববার সকালে এসে কেয়ারটেকার দেখতে পায় কক্ষের কাগজপত্র এলোমেলো ও আলমারির তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। আলমারিতে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন ফরমের সাথে স্টেপলার দিয়ে পিন মারা অবস্থায় রেজিস্ট্রেশনের টাকা লাগানো ছিল। এছাড়াও চোরচক্র কেবিনেটের তালা ভেঙে মূল্যবান ফাইলপত্র তছনছ করেছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান জানান, বিদ্যালয়টির মেইনগেট তালা মারা ছিল। জাতীয় পতাকার পাইপ বেয়ে দ্বিতীয় তলা ছাদের উপর দিয়ে চোর অফিস কক্ষের সামনে প্রবেশ করেছে। এছাড়াও স্কুলের সামনে বখাটেদের আড্ডা রয়েছে। তারা প্রায়ই অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রীদের উত্ত্যক্ত করে। আমরা প্রাণের ভয়ে উত্তপ্ত কারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি না।এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান, এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত চোরকে শনাক্ত ও ইভটিজিং বন্ধে এলাকায় টহল জোরদার করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।উল্লেখ্য: এর আগেও ২০২৩ সালে একইভাবে বিদ্যালয়টিতে চুরির ঘটনা ঘটেছে। সে সময়ও থানায় অভিযোগ করা হলে চোরকে শনাক্ত করা সম্ভব হয়নি।