• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৮:৪৩ (04-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নিহত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক প্রদান

রাসেল হাওলাদার: রাজধানীর উত্তরা ডিয়াবাড়ি বি আরটিএ ঢাকা মেট্রো সার্কেল ৩-এর আওতাধীন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ পরিবারকে ২৫ লক্ষ টাকার চেক প্রধান করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড।১ সেপ্টেম্বর সোমবার দুপুরে মেট্রো সার্কেল ৩-এর উপপরিচালক কাজী মোরসালিনসহ বি আর টিএ এর কমকর্তারা এ চেক নিহত পরিবারের হাতে তুলে দেন।এই সময় উপপরিচালক কাজী মোরসালিন বলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একটি উপহার তাদের হাতে তুলে দিয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। নিহত ব্যক্তিকে তো আমরা ফেরত পাব না। পরিবারের সদস্যদের ভালো থাকার জন্যই এ পরিকল্পনা করেছে বিআরটিএ কর্তৃপক্ষ।