• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:১৬:৪১ (06-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জয়পুরহাটে টিসিবির মালামাল চুরি, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে টিসিবির মালামাল চুরির ঘটনায় বম্বু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাট সদর উপজেলার কড়ই এলাকায় টিসিবির বন্ধ অফিস থেকে দুই ভ্যানভর্তি মালামাল চুরি হয়।এসময় স্থানীয় এলাকাবাসীর মোবাইল ক্যামেরায় মালামাল চুরি ও ভ্যানে তোলার দৃশ্য ধারণ করে। পরে ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থল থেকে ইউনিয়ন চেয়ারম্যানের ভাইসহ কয়েকজন ব্যক্তি টিসিবির মালামাল ভ্যানে করে নিয়ে যাচ্ছেন।পরে ২৫ ফেব্রুয়ারি একটি ফেসবুকে চেয়ারম্যান মনোয়ার হোসেনের নিজ বাড়ির উঠানে টিসিবির মালামাল রাখার একটি ৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়। এর ফলে টিসিবির মালামাল চুরির ঘটনায় চেয়ারম্যানের জড়িত থাকার অভিযোগ আরও জোরালো হয়।পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে চেয়ারম্যান মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।