• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৮:৪৯ (17-Jan-2026)
  • - ৩৩° সে:
চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

অনলাইন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালুর সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আয় বাড়ানোর লক্ষ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে এই বিজ্ঞাপন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।১৬ জানুয়ারি শুক্রবার প্রকাশিত এক ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রদর্শন করা হবে। এই সুবিধা শুধু ফ্রি ও নিম্নস্তরের সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। পেইড বা প্রিমিয়াম ব্যবহারকারীরা আপাতত বিজ্ঞাপনের বাইরে থাকবেন।ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির জনপ্রিয়তা দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে এর পরিচালন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই ব্যয় মোকাবিলায় নতুন আয়ের উৎস হিসেবে বিজ্ঞাপন যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রতিষ্ঠানটির মতে, পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে অন্যান্য দেশেও এবং আরও বিস্তৃত পরিসরে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করা হতে পারে।কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে এটি একটি নতুন অধ্যায় হলেও, বিজ্ঞাপন যুক্ত হওয়ায় চ্যাটজিপিটির ব্যবহার অভিজ্ঞতা কতটা প্রভাবিত হবে তা নিয়ে এখন ব্যবহারকারীদের মধ্যে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।