কুমিল্লায় ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর বিসিক শিল্প এলাকায় ছিনতাইকারী সন্দেহে সায়েম নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ।২১ আগস্ট বৃহস্পতিবার রাতে বিসিক শিল্প নগরী এলাকার এস. আলম স্টিল প্লটের ভেতরে জান্নাতুল ফুড প্রোডাক্ট কারখানায় গণপিটুনিতে তাকে হত্যা করা হয়।নিহত সায়েম সদরের দিদার মার্কেট এলাকার ভাড়াটিয়া অটো রিক্সা চালক আমিনুল ইসলামের ছেলে। তাদের মূল বাড়ি রংপুর জেলায়।এ ঘটনায় রাতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় কয়েকজন যুবককে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা পুলিশের গাড়ির ওপর হামলা করে। পরে অতিরিক্ত সেনাবাহিনী ও পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার পর ওই কারখানা কর্তৃপক্ষ পলাতক রয়েছে। সেখানে শনপাপড়ি তৈরি করে বাজারে বিপণন করা হতো।স্থানীয়রা জানায়, শনপাপড়ি খাবার জন্য ওই কারখানায় গেলে তাকে হাত-পা বেঁধে মারধর করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সায়েম ও সাকিব এলাকায় চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত।কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম হত্যার ঘটনাটি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সেলিম মালিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বিসিকের ওই প্লটের শনপাপড়ির কারখানার কাউকে পাওয়া যায়নি। পুলিশ তাদের আটক করতে কাজ করছে।