• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৭:৩৮:১২ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৭:৩৮:১২ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

টঙ্গী স্টেশন রোড ও পুবাইল নিমতলির গেটে ছিনতাই

পুবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গী স্টেশন রোড ও পূবাইলে নিমতলির রেইল গেইট থেকে মাজুখান পশ্চিম পাড়া পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাই কারীর কবলে পড়ছে সাধারণ মানুষ।অনেক সময় ছিনতাইকারী'র কাছে থাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সাধারণ মানুষকে এসব অভিযোগ নিয়ে অনেক সময় ভুক্তভোগীরা থানায়ও আসে না। ছিনতাইকবলে পাড়া মো. আব্দুল্লাহ বিন আসাব (২০) নামে এক যুবক আনুমানিক রাত ৮ঘটিকায় মাজুখান পশ্চিম পাড়া সাবেক লতা ওয়াসিং ফ্যাক্টরির সামনে রাস্তার উপর আসা মাত্রই ইজি বাইক (অটো) গাড়ির অজ্ঞাতনামা ড্রাইভার পরিকল্পিতভাবে গাড়ী থামিয়ে প্রস্রাব করতে যায়।এসময় ড্রাইভার এর সাথে থাকা ১ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো চাকু তার গলায় ধরে রেখে তার সাথে থাকা ৪০,০০০/-টাকা নিয়ে নেয় এবং তার সাথে থাকা মোবাইল ফোনটি নেওয়ার চেষ্টাকালে তিনি দৌড় দিলে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির হাতে থাকা ধারালো চাকু দিয়ে তার বাম হাতের বাহুতে আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে।জানা যায় এইসব ছিনতাইকারী দের ৫ থেকে ৭/৮ জনের এমন কয়েকটি টিম রয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ মানুষ তাদের জীবনের নিরাপত্তার জন্য।পুলিশে বলছে, ‘আমরা সব সময়ই এ বিষয়ে তৎপর আছি। গত দুই মাসে প্রায় ১৭০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছি।’