• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩২ রাত ০৮:৪৫:২৫ (09-Jan-2026)
  • - ৩৩° সে:
সোনারগাঁওয়ে ডাকাতি প্রতিরোধে সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ডাকাতি প্রতিরোধে সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মাল্টিমিডিয়া রিপোর্টার, সোনারগাঁও : সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধে এলাকাবাসীর উদ্যোগে এক সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।সভায় বক্তারা মহাসড়কে সাম্প্রতিক ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব অপরাধ দমনে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।বক্তারা আরও বলেন, ডাকাতি ও সন্ত্রাস দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির বিধান বাস্তবায়ন করা হলে ডাকাতি, চুরি, ছিনতাই, রাহাজানি ও হত্যাসহ বিভিন্ন অপরাধ অনেকাংশে কমে আসবে বলে তারা মত প্রকাশ করেন।সভায় উপস্থিত সোনারগাঁও থানা পুলিশের প্রতিনিধিরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তারা।আলোচনা সভা শেষে ডাকাতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।