• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:০৩:৪৩ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়াও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে  দোয়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদলের সভাপতিত্বে ও শফিউল আলম সুমন ও সাগর হোসেন বাবুর যৌথ সঞ্চালনায় ৭ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহবায়ক শামীম আহমেদ ঢালী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সাকু, ৭নং ওয়ার্ড, বিএনপির সহ-সভাপতি শাহ আলম পাটোয়ারী, নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিকদলের সিনিয়র সহ-সভাপতি মো: শাহবুদ্দিন,আবু নাসের, ৭নং ওয়ার্ড জাসাসের সভাপতি সোলাইমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন, ৭নং ওয়ার্ড, শ্রমিক দলের আহ্বায়ক লিটন বেপারী, ৭নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সভাপতি সাগর বাবু,বিএনপি নেতা রুবেল, আল-মামীন, মোজাম্মেল হক শিপু, আল ইসলাম, মাহবুব হোসেন, রুহুল আমিন মৃধা, আব্দুল মান্নান রাজাসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।দোয়া ও আলোচনা সভা পুরো আয়োজনটি ছিল বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়ার আন্তরিক বহিঃপ্রকাশ।