• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৭:৪১:৩৩ (18-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৭:৪১:৩৩ (18-Jul-2025)
  • - ৩৩° সে:

কচুয়ায় বৃদ্ধা নারীকে হত্যা করে নগদ অর্থ ও দলিলপত্র লুট

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় মমতাজ বেগম (৬২) নামে এক বৃদ্ধা নারীকে হত্যা করে নগদ টাকা ও প্রয়োজনীয় দলিলপত্র লুটপাট করেছে ডাকাত দল।২৫ জুন বুধবার রাতে উপজেলার ১১ নং গোহাট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই গ্রামের ব্রীকফিল্ড কোম্পানির মালিক মৃত বাচ্চু মিয়ার স্ত্রী।বৃদ্ধা মমতাজ বেগমকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ।তাৎক্ষণিকভাবে মধ্য রাতে ঘটনাস্থলে পরিদর্শন করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সার্কেল এএসপি আব্দুল হাই, কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম।স্থানীয়রা জানান, ডাকাত দল বাড়ির বাথরুমের পেছনের বেলকনি ভেঙে রুমে প্রবেশ করে। ডাকাতি কালে ওই ঘরে মমতাজ বেগম ছাড়া কেউ ছিলেন না। তাকে বাড়িতে একা পেয়ে হত্যা করে এবং বিভিন্ন লকার ভেঙ্গে স্বর্ণালঙ্কার রেখে নগদ চার লাখ টাকা ও প্রয়োজনীয় দলিলপত্র লুটপাট করে নিয়ে যায় ডাকাত দল। যাওয়ার সময় ওই নারীর মরদেহটি বাড়ির উত্তর পাশে রান্না ঘরের সাথে ঝোপের মধ্যে ফেলে রেখে যায় তারা।  এ বিষয়ে নিহত নারীর ছেলে সোহেল রানা জানান, প্রতিদিনের ন্যায় তিনি বাড়িতে রাত ১১টার পর আসেন। বুধবার রাতে বাড়িতে এসে তিনি তার মাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতর গিয়ে স্টিলের আলমারিসহ আসবাবপত্র খোলা এবং এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তার মায়ের রুমে রক্ত মাখা বালিশ দেখতে পেয়ে তিনি পুলিশ ও আত্মীয়-স্বজনদের খবর দেন। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশে ঝোপের মধ্যে তার মায়ের মরদেহ খুঁজে পাওয়া পায়।তিনি আরও বলেন, তার ব্যবসায়িক কাজের সাড়ে ৪ লাখ টাকা, মূল্যবান দলিলপত্র নিয়ে গেছে ডাকাত দল। আমাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল, আমাকে না পেয়ে আমার বৃদ্ধা মা মমতাজ বেগমকে জবাই করে হত্যা করে।এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, নিহতের মাথায় যখম আছে ও নাক দিয়ে রক্ত বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, তাকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।