• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ১১:০৮:৪৬ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ১১:০৮:৪৬ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্ক, সুয়েইদা ও দেরা শহরে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।এক বিবৃতিতে গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় বারবার হস্তক্ষেপ ইসরায়েলকে অবিলম্বে বন্ধ করতে হবে। “তিনি (গুতেরেস) সিরিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার সব ধরনের লঙ্ঘন অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছেন এবং ১৯৭৪ সালের ‘Disengagement of Forces Agreement’ মেনে চলার দাবি জানাচ্ছেন।”বিবৃতিতে জাতিসংঘ প্রধান ইসরায়েলি বাহিনীর গোলান মালভূমিতে নতুন করে সেনা মোতায়েন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। উল্লেখ্য, ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরবর্তী সময়ে যে যুদ্ধবিরতি চুক্তি হয়, তাতে স্পষ্টভাবে গোলান মালভূমিকে অস্থায়ী নিষেধাজ্ঞা এলাকা হিসেবে উল্লেখ করা হয়, যেখানে সেনা মোতায়েন করা যাবে না।ইসরায়েল দাবি করেছে, তারা দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থে সিরিয়ায় এ হামলা চালিয়েছে। তবে বাস্তবে হামলার লক্ষ্য ছিল দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রেসিডেন্সিয়াল প্যালেসের আশপাশের এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় দেরা ও সুয়েইদা শহর—যেখানে ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে ইরানপন্থী মিলিশিয়ারা সক্রিয়।সিরিয়ার নতুন সরকার হামলাকে "আন্তর্জাতিক আইন লঙ্ঘন" আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছে।