গলাচিপায় ৪১ দিন নামাজ আদায় করে ২৮ শিশুর বাইসাইকেল জয়
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ৪১ দিন নিয়মিত নামাজ আদায় করে ২৮ জন শিশু বাইসাইকেল পুরস্কার জিতেছে। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার আলোয় শিশুদের গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।১৬ জানুয়ারি শুক্রবার বিকেলে গলাচিপা উদয়ন স্কুল মাঠে গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক দল ও সাবেক গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, সদ্য সাবেক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন।বক্তব্যে হাসান মামুন বলেন, ‘মানুষের অন্তরে যদি ভালোবাসা ও আস্থার জায়গা তৈরি হয়, তাহলে তাকে ভোট দিতে প্রভাবিত করার প্রয়োজন পড়ে না। ভোটকেন্দ্রে গিয়ে মানুষ নিজ দায়িত্বেই নিজের পছন্দের প্রতীক খুঁজে নেয়।’তিনি আরও বলেন, ‘একটি সুস্থ, মানবিক ও নৈতিক সমাজ গড়তে হলে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার বিকল্প নেই। শিশুকাল থেকেই যদি নামাজ ও ধর্মীয় চর্চার সঙ্গে শিশুদের সম্পৃক্ত করা যায়, তাহলে সমাজ থেকে ধীরে ধীরে অন্যায়, অবিচার, মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় দূর হবে।’এই আয়োজনকে একটি সামাজিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি কেবল একটি ধর্মীয় প্রতিযোগিতা নয়, বরং আগামী দিনের আলোকিত সমাজ গড়ার পথে একটি কার্যকর পদক্ষেপ।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার হাওলাদার, গলাচিপা পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনএছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ৪১ দিন নিয়মিত নামাজ আদায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার হিসেবে ২৮টি বাইসাইকেল বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি এবং অভিভাবকদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।