বকশীগঞ্জে নিজ বাড়ি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে মুসলিমা আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুসলিমা আক্তার ওই গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে মুসলিমা আক্তার বিষপান করে। বিষয়টি জানাজানি হলে তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।বিষপানে মৃত্যুর ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিভিন্ন ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়। এ অবস্থায় পুলিশ রাতে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ‘বিষপানে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।