টাঙ্গাইলে ওসমান হাদীর খুনিদের গ্রেফতারের দাবিতে জামায়াতে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল হয়েছে।১৮ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন।এ সময় বাংলাদেশ জামায়াতের ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদের নেতৃত্বে জামায়াতের ইসলাম ও ইসলামী ছাত্রশিবির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেন।শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নেতা কর্মীরা। বক্তব্যে বক্তারা বলেন, ওসমান হাদীর মৃত্যুর খবর শুনে ঘরে কেউ থাকতে পারিনি। শহরের সাধারন মানুষও এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।