• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০৩:০৯:২০ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রূপগঞ্জ থানা জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. ছানাউল্লাহকে আহ্বায়ক ও মো. আফজালকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জিএম সুমন মুন্সী।৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর মাদ্রাসা এলাকার এ আর এস টাওয়ারে মতবিনিময় সভায় এ কমিটি অনুমোদন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জি এম সুমন মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম, মহানগর জিয়া সৈনিক দলের আহ্বায়ক আলী ইমরান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মনির হোসেন, সোনারগাঁও থানা জিয়া সৈনিক দলের আহ্বায়ক সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সহ-সাংগঠনিক জাকিরসহ থানা এলাকার নেতৃবৃন্দ।নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম কমিটি ঘোষণার পর নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।এসময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করার আহ্বান জানান। সকল প্রকার অপরাধ ও অন্যায় থেকে দূরে থেকে জাতীয়তাবাদী আদর্শে দেশ গঠনে ভূমিকা রাখার অনুরোধ করেন।