• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:৫০:৫৪ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নলডাঙ্গায় মুখ, হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তি উদ্ধার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মাধনগর এলাকায় মুখ, হাত-পা বাঁধা অবস্থায় জীবিত এক ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয়রা।৩০ জুলাই বুধবার সকালে সড়কের মাঝখান থেকে ওই ব্যক্তিকে দেখতে পায় পথচারীরা। দ্রুত তারা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে এবং বিষয়টি পুলিশকে জানায়।উদ্ধার হওয়া ব্যক্তি নিজের নাম বাবু বলে জানিয়েছেন এবং জানান তার বাড়ি নীলফামারীর সৈয়দপুর থানায়। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তার দাবি তার সঙ্গীরা তাকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে সড়কের মাঝে ফেলে রেখে পালিয়ে গেছে।নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ প্রাথমিক তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।