সাভারে টিসিবির পণ্য পাচারের চেষ্টাকালে পিকআপসহ চালক আটক
সাভার প্রতিনিধি: সাভারে অবৈধভাবে টিসিবির পণ্য রাতের আধারে পিকআপযোগে পাচারের চেষ্টাকালে পিকআপসহ চালক লিটন মিয়াকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় পিকআপে তল্লাশি চালিয়ে টিসিবি সয়াবিন তেল, আটা, চিনি ও ডাল পাওয়া যায়।১২ আগস্ট মঙ্গলবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, টিসিবির পণ্য রাতের আধারে পিকআপযোগে পাচারের গোপন তথ্যের ভিত্তিদে গেলরাতে সাভার রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে টিসিবির ১৮শো লিটার সয়াবিন তেল, ৩০ বস্তা আটা, ১৬ বস্তা চিনি ও ২৭ বস্তা মুসুরের ডাল পাওয়া যায়। পরে পিকআপটি জব্দ করে এর চালক লিটন মিয়াকে আটক করা হয়।পরবর্তীতে চালক লিটন মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয় জানিয়ে পুলিশ বলছে চক্রের বাকী সদস্যদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।