• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৫:১৮ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৫:১৮ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

প্রথম সেশনে বাংলাদেশি বোলারদের দাপট

স্পোর্টস ডেস্ক: কলম্বো টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে দাপুটে বোলিং করেছে বাংলাদেশ। এই সেশনে শ্রীলঙ্কার ৪ উইকেটের পতন ঘটিয়েছে সফরকারী দলের বোলাররা।এই সেশনে ২৫ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলেছে শ্রীলঙ্কা। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে লঙ্কানদের মোট সংগ্রহ ১০৩ ওভারের খেলা শেষে ৬ উইকেটে ৪০১ রান। প্রথম ইনিংসে স্বাগতিকদের লিড এখন ১৫৪ রানের।আজ শুক্রবার ২ উইকেটে ২৯০ রান নিয়ে কলম্বো টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ১৫ রান যোগ করতেই দিনের প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। অর্থাৎ প্রথম ইনিংসে দলীয় ৩০৫ রানে তৃতীয় উইকেট হারায় ধনাঞ্জয়া ডি সিলভার দল।দিনের ষষ্ঠ আর ইনিংসের ৮৪তম ওভারের প্রথম বলে নিশাঙ্কাকে এনামুল হক বিজয়ের ক্যাচ বানান বাঁহাতি টাইগার স্পিনার তাইজুল। ২৫৪ বলে ১৫৮ রান (১৯ চারে) করে প্যাভিলিয়নে ফেরত যান লঙ্কান ওপেনার।তাইজুলের বলে সামনে এগিয়ে এসে পুল করতে চেয়েছিলেন নিশাঙ্কা। কিন্তু ব্যাটে-বলে ভালো সংযোগ না ঘটায় ধরা পড়েন শর্ট কভার অঞ্চলে ফিল্ডিং করা বিজয়ের হাতে।ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভাকেও সাজঘরের পথ দেখান তাইজুল। ইনিংসের ৮৬তম ওভারের পঞ্চম বলে ডি সিলভাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। আম্পায়ার সরাসরি আঙুল তুলে দিলেও রিভিউ দেন লঙ্কান অধিনায়ক। তাতে অবশ্য কোনো লাভ হয়নি। ডিআরএসে বল স্টাম্পে হিট করায় আউটের সিদ্ধান্ত বহাল রাখেন আম্পায়ার। দলীয় ৩১৩ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা।২২ রান যোগ হতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন নাহিদ রানা। ৮৯তম ওভারের শেষ বলে প্রবাত জয়সুরিয়াকে (৩৯ বলে ১০) থার্ড স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানান টাইগার পেসার। এই সিরিজে এটি রানার প্রথম উইকেট।ইনিংসের ৯৯তম ওভারের পঞ্চম বলে কামিন্দু মেন্ডিসকে ফেরান নাঈম ইসলাম। বাঁহাতি লঙ্কান ব্যাটারকে বোল্ড করেছেন ডানহাতি টাইগার স্পিনার। ৪১ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন কামিন্দু।