• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ রাত ১০:৩৭:১০ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ফকিরবাড়ি এলাকায় বুধবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ১০–১২ জন ডাকাত সদস্য মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। পরে তিনজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।গ্রেফতাররা হলেন, বগুড়া সদর উপজেলার সোরনপুর গ্রামের নুরুল হকের ছেলে খাকন মিয়া (৩২), ময়মনসিংহ সদর উপজেলার গোপালনগর গ্রামের সাইদুর রহমানের ছেলে সেলিম মিয়া (৪০) এবং নীলফামারীর ডোমার উপজেলার পণ্ডিতপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে রুবেল আহমেদ (২২)।কালিয়াকৈর থানার ওসি আব্দুল মানান জানান, গ্রেফতার তিনজনকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতাররে অভিযান অব্যাহত রয়েছে।