নবীনগরে ডাকাতির আধিপত্য নিয়ে পাল্টাপাল্টি হামলা, নিহত ১
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় শিপন (৩০) নামের একজন নিহত হয়েছে। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।১ নভেম্বর শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। নিহত শিপন কুখ্যাত ডাকাত সরদার মোন্নাফ মিয়া ওরফে মনেক মিয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে গণি শাহ মাজার বাজারের একটি হোটেলে শিপন মিয়া আড্ডা দেওয়ার সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী গুলি করতে থাকলে শিপনসহ হোটেলের দুই কর্মচারী ইয়াছিন (২০) ও নূর আলম (১৮) গুরুতর গুলিবিদ্ধ হয়।খবর পেয়ে নিহতের স্বজন ও অনুসারীরা ক্ষিপ্ত হয়ে মনেক মিয়ার নেতৃত্বে গণি শাহ মাজার সংলগ্ন তালতলায় গিয়ে স্থানীয় এমরান হোসেন মাস্টারের অফিসে হামলা চালায়। এ সময় এমরান মাস্টার (৩৮) গুলিবিদ্ধ হন।অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং অভিযান চলছে।’