• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ সকাল ০৬:৩৪:৫১ (04-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

উত্তরায় বিমান বিধ্বস্তে নিখোঁজ আফসানা প্রিয়ার মরদেহ শনাক্ত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ থাকা গাজীপুরের আফসানা প্রিয়ার মরদেহ চার দিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে।২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিএমএইচ থেকে এ তথ্য নিশ্চিত করেন তার স্বজনরা।নিহত আফসানা প্রিয়া কালিয়াকৈর উপজেলার মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃর্ধার স্ত্রী, দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা।পারিবারিক সূত্রে জানা যায়, সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা ঢাকা সিএমএইচে সংরক্ষিত অশনাক্ত মরদেহ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেন। বিশ্লেষণের পর পাঁচজন নারীর ডিএনএ প্রোফাইল শনাক্ত হয়। তাদের মধ্যে আফসানা প্রিয়ার পরিচয় পাওয়া যায়।গত ২১ জুলাই দুপুরে দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।আফসানা প্রিয়ার মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন তার দেবর দুলাল মৃর্ধা। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।