• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে পৌষ ১৪৩২ রাত ০৩:৪৪:১৫ (12-Jan-2026)
  • - ৩৩° সে:
লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সাংবাদিকদের অংশগ্রহণে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।১১ জানুয়ারি রোববার সকাল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। যা ১২ জানুয়ারি সোমবার পর্যন্ত চলবে।কর্মশালার উদ্বোধন করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের ৩০ জন এবং নোয়াখালী জেলার ২০ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করছেন।প্রশিক্ষণে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের কৌশল, তথ্য যাচাই, সংবাদ প্রক্রিয়াকরণ, বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন অভিজ্ঞ প্রশিক্ষকরা।এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, নোয়াখালীর সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান এবং পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমসহ অন্যান্য অতিথিরা।