নরসিংদীর রায়পুরায় মসজিদ সংলগ্ন জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে মসজিদের পাশের জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।২৫ আগস্ট সোমবার বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে কাজল মিয়ার বাড়ির সংলগ্ন মসজিদের পাশের জঙ্গল থেকে একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।ডিবি পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্রগুলোর মালিকানা নিশ্চিত করতে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।