• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:৩৩:৫৮ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:৩৩:৫৮ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

ভেদরগঞ্জে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আশ্রাফ আলী বেপারি কান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি শুনতে পেয়ে ভেদরগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার সৌম্য শেখ পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন বাসিন্দা গফুর ঢালীর বাড়ির পাশে একটি কচুরিপানার ডোবায় মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৭টায় মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া তরুণীর বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি আংশিক পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫-৭ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পরিচয় শনাক্তের জন্য নিকটতম থানা এগুলোতে খোঁজখবর নেয়া হবে।