• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩২ রাত ০১:৪০:৫৭ (18-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩২ রাত ০১:৪০:৫৭ (18-Jul-2025)
  • - ৩৩° সে:

খোকসায় তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় তুচ্ছ ঘটনা নিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ প্রামাণিক (৬৫) সাতপাখিয়া গ্রামের আকমত প্রামাণিকের ছেলে।২৩ জুন সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতপাখিয়া গ্রামে এ হামলায় মোহাম্মদ প্রামাণিক মারাত্মক আহত হন। ২৪ জুন মঙ্গলবার ভোরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের ছেলে তরিকুল ইসলাম জানান, তাদের সঙ্গে একই এলাকার সোনাই শেখের জমি সংক্রান্ত বিরোধ ছিল। সোমবার বিকালে সোনাই শেখের মেয়ে জিম খাতুন সম্পর্কে তার নাতনি হওয়ার সুবাদে ইয়ার্কির ছলে কিছু কথা বলেন। রাত সাড়ে ৯টার দিকে সোনাই শেখ ৪-৫ জনকে সঙ্গে নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে এসে তার মেয়ে জিম খাতুনকে অশ্লীল কথা বলার অভিযোগ এনে বাবা-মেয়ের ওপর হামলা চালায়।হামলায় তার বাবার অণ্ডকোষে মারাত্মকভাবে আঘাত লাগায় তিনি গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসারত অবস্থায় ভোররাতে তার বাবা মারা যান। তিনি তার বাবার হত্যাকারীদের বিচার দাবি করেন।খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম এশিয়ান টিভিকে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।