• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সকাল ০৮:৩৭:১৬ (17-Jan-2026)
  • - ৩৩° সে:
ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালাল বাড়ি দখলে আসা দুর্বৃত্তরা

ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালাল বাড়ি দখলে আসা দুর্বৃত্তরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আড়াইগঞ্জ বাজার এলাকায় একটি বসতবাড়ি দখলের চেষ্টাকালে স্থানীয়দের ধাওয়ার মুখে পড়ে মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে।বসতবাড়ির মালিক আজিজুল ইসলাম (২৮), পিতা আব্দুল রব।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে ওই এলাকায় প্রবেশ করে আজিজুল ইসলামের বসতবাড়ি দখলের চেষ্টা চালায়। এ সময় তাদের উপস্থিতি ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে স্থানীয়দের ধাওয়ার মুখে পড়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে ৫টি মোটরসাইকেল ও কয়েকটি দেশীয় অস্ত্র ফেলে রেখে যায়।খবর পেয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম খান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।