নলডাঙ্গায় দলিল লেখক সমিতির উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ দলিল লেখক সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় নলডাঙ্গা উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব সেকান্দার আলী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা দলিল লেখক সমিতির সভাপতি সাইদুর রহমান বিটল, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ক্যাশিয়ার রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জিহাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তার রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদান স্মরণ করা হয়। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।