সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
মাল্টিমিডিয়া রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রার্থিতা বহাল ও দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে সোনারগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় কয়েক শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। তবে এ সময় জামায়াতে ইসলামীর কোনো কেন্দ্রীয় বা স্থানীয় শীর্ষ নেতাকে উপস্থিত থাকতে দেখা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ ও প্রচার চালিয়ে আসছিলেন। নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেয়।তবে প্রতীক বরাদ্দের শেষ দিনে হঠাৎ করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী আসনটি শরিক দল খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা দেখা দেয়। দলীয় সিদ্ধান্ত মেনে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও, কর্মী-সমর্থকদের বাধার কারণে সময়মতো মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা না পড়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। ফলে তার প্রার্থিতা বহাল থাকে এবং নির্বাচন কমিশন তাকে বৈধ প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেয়।এ অবস্থায় কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ায় ড. ইকবাল হোসাইন ভূঁইয়া নিজে এবং তার নির্দেশে সাধারণ কর্মী-সমর্থকরাও নির্বাচনী প্রচারণা থেকে বিরত রয়েছেন বলে অভিযোগ ওঠে। এতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মনোনয়ন বৈধ ও প্রতীক বরাদ্দ হওয়ার পরও ব্যালট পেপার থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। তারা নির্বাচন কমিশনের কাছে যেকোনো অবস্থায় ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক বহাল রাখার দাবি জানান।এ সময় বক্তারা জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হঠকারী সিদ্ধান্ত পরিহার করে ত্যাগী, সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচনের সুযোগ দিন। সোনারগাঁওবাসীর পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে যেন কোনো ছিনিমিনি খেলা না হয়।মানববন্ধন থেকে ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রতিও আবেদন জানানো হয়। বক্তারা বলেন, সোনারগাঁওয়ের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামীর সুন্দর সোনারগাঁও গড়তে কাজ করুন। আগামী নির্বাচনে দলীয় সমর্থন না থাকলেও সাধারণ মানুষ আপনার পাশে থাকবে।