ফটিকছড়ি প্রেসক্লাব সদস্য জুনায়েদের মায়ের দাফন সম্পন্ন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ফটিকছড়ি প্রেসক্লাবের স্থায়ী সদস্য এম. জুনায়েদের শ্রদ্ধেয় আম্মা শনিবার রাত ২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।৩ আগস্ট রোববার সকাল সাড়ে ১১টায় ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার চৌমুহনী বাজারের পূর্ব পাশে অবস্থিত মাদ্রাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা আমির নাজিম উদ্দীন ইমু, বিশিষ্ট চিকিৎসক ডা. জয়নাল আবেদিন মুহুরী, ফটিকছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ মুন্নাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার বড় ছেলে মাওলানা মোজাহের।এ সময় জানাজায় ফটিকছড়ি প্রেসক্লাবের সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফটিকছড়ি উপজেলা প্রশাসন, ফটিকছড়ি প্রেসক্লাব ও বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।