• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩২ রাত ০৩:৩৩:৩২ (18-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩২ রাত ০৩:৩৩:৩২ (18-Jul-2025)
  • - ৩৩° সে:

জয়পুরহাটের কালাইয়ে শালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে শালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাইফুল (৪৫) নিহত।৩০ জুন সোমবার সকাল ৯টার দিকে কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।নিহত সাইফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার কালাই উপজেলার পাইকপাড়া সরকারপাড়া গ্রামে সকালে শালক জুয়েল হোসেনের সাথে পারিবারিক বিষয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামের কথাকাটি হয়। এক পর্যায়ে শালক জুয়েল তার ভগ্নিপতিকে ছুরিকাঘাত করে। এসময় রক্তাত্ব জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন,  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর শ্যালককে থানা হেফাজতে নেয়া হয়েছে।