• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ সকাল ১০:১১:৩৮ (04-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

চট্টগ্রামে নকল বিড়ি জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ডি টি রোড় কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত তৈয়ব বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।৩১ আগস্ট রোববার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সদরঘাট সার্কেল।কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ বিড়ি বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাউথ ট্রান্সপোর্টে অভিযান ও তল্লাশি চালায় চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সদরঘাট সার্কেল।এসময় সাউথ ট্রান্সপোর্ট থেকে দেড় লাখ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত তৈয়ব বিড়ি উদ্ধার করা হয়। এতে সরকারের রাজস্ব ফাঁকির পরিমাণ লক্ষাধিক টাকা।চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সদরঘাট সার্কেলের সহকারী কমিশনার জানান, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ পণ্য জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিজারি করেছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।