• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৯:৪২:৪৬ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৯:৪২:৪৬ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।১৭ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কুয়াদা জামতলা মোড়ে এ ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।নগদ যশোর শাখার কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মঙ্গলবার সকালে নগদ যশোর থেকে ৫৫ লাখ টাকা নিয়ে তিনি একটি (ঢাকা মেট্টো গ ১৫৫৯২৩) প্রাইভেটকারে মণিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই টাকা মণিরামপুর শাখা সাব অফিসের কর্মকর্তা সাজিদের কাছে পৌঁছে দেয়ার কথা ছিল। হটাৎ কুয়াদার জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত প্রাইভেটের গতিরোধ করে।রবিউল ইসলাম আরও জানান, এসময় দুর্বৃত্তরা প্রাইভেটের গ্লাস ভাঙচুরের পর তাকে আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।এই বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল শেখ জানান, প্রাইভেটকার থামিয়ে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।