জি সিরিজে মুক্তি পেল তমালিকার নতুন গান ‘আমি রোদের মেয়ে’
বিনোদন রিপোর্টার: সম্প্রতি দেশের স্বনামধন্য প্রথম সারির মিউজিক প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো তমালিকার একক কণ্ঠে গাওয়া ‘আমি রোদের মেয়ে’ গানের মিউজিক ভিডিও।ভিডিওটিতে অভিনয় করেছেন তমালিকা নিজে। “রোদের মেয়ে” গানটির কথা লিখেছেন তাসনিম সাদিয়া, সুর ও সংগীতায়োজন করেছেন জামান, গানটি পরিচালনা করেছেন ইমন ইসলাম ও কম্পোজ করেছেন আমজাদ। এরই মাঝে গানটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই গানটি প্রথম নয় এর আগে তরুণদের জন্য নতুন গান উপহার দিয়েছেন কণ্ঠ শিল্পী তমালিকা, এই গুনি শিল্পী গান করছেন ছোটবেলা থেকে। ২০২০ সালে প্রকাশ পায় তার প্রথম মৌলিক গান ‘স্বপ্নবাজ’।এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন শাহরিয়ার রাফাত। এরপর ২০২৩ সালে প্রকাশিত হয় দ্বিতীয় গান, তমালিকার একক কণ্ঠে গাওয়া ‘যত দেখি তোমায়’ও ‘আবার’। তরুণ প্রজন্মের মাঝে একের পর এক ঝড় তুলেছেন এই গুনি শিল্পী তার কণ্ঠে মধুর সুরে স্রতাদের মন কেড়ে নিয়েছে।তিনি বলেন, ভক্তদের চাহিদা অনুযায়ী একের পর এক অ্যালবামের সাড়া পাচ্ছি তাদের কথা চিন্তা করে এবং উৎসাহ পেয়ে একজন শিল্পীর মন ধন্য হয়ে যায়। আমার ভালোবাসার মানুষ গুলির জন্য এবার নতুন করে নিয়ে এসেছি নতুন গান, মিউজিক ভিডিও “আমি রোদের মেয়ে” এই গানটি দর্শকরা দেখতে পারবে দেশের স্বনামধন্য প্রথম সারির মিউজিক প্রতিষ্ঠান জি সিরিজ এর ইউটিউব চ্যানেলে।তমালিকা দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে হাজির হবেন দর্শক শ্রোতার সামনে।