• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ রাত ১০:৩২:১৭ (13-Jan-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: “গণভোট-২০২৬: সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে” – এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও দেশের প্রথম সাংবিধানিক গণভোট উপলক্ষে সোমবার (১২ জানুয়ারি) শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, "গণতান্ত্রিক রাষ্ট্র সংস্কারের লক্ষে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা তাদের মূল্যবান মতামতের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।" তিনি উপস্থিত সকলকে গণভোটের নিয়মাবলী ও গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।​শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর জেলা। মেরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল)। কামরুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি), মাওনা হাইওয়ে থানা। সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।সভায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক সমাজ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।সভায় জানানো হয়, সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা একটি পৃথক ব্যালটে 'জুলাই সনদ' ও সাংবিধানিক সংস্কারের প্রশ্নে তাদের 'হ্যাঁ' অথবা 'না' ভোট প্রদান করবেন।বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।