• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:১৬:১৩ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি: সাভারে তানজিদুর রহমান তানজিল (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।২ নভেম্বর রোববার ভোরে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মোল্লা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার তানজিদুর রহমান তানজিল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লার দরগা গ্রামের রাহিদুল ইসলামের ছেলে।জানা যায়, সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিল। এছাড়াও সাভার মডেল কলেজ ছাত্রলীগের মানবিক বিভাগের সভাপতি ছিলেন।এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।