লঞ্চ দুর্ঘটনায় নিহত ও আহতদের অনুদান দেবে সরকার: নৌ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য অনুদান ঘোষণার কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি হরিনা এলাকায় পৌঁছালে বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষের ফলে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের ঢাকায় আনার পথে আরও তিনজন মারা যান। নিহত চারজনের মরদেহ সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হলে সেখানে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত সবাই ভোলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।নৌ পরিবহন উপদেষ্টা জানান, দুর্ঘটনা তদন্তে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি সকাল ৮টার আগে নিয়মবহির্ভূতভাবে বাল্কহেড চলাচল করলে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হবে বলেও সতর্ক করেন তিনি।এদিকে দুর্ঘটনার জন্য দায়ী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠিতে জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।