তোমাদের নেত্রীবৃন্দ দেশ ছেড়ে পালিয়েছেন: সাবেক এমপি আমজাদ
মেহেরপুর প্রতিনিধি: আওয়ামী লীগ ভাইদের কাছে আমাদের প্রশ্ন, যারা আওয়ামী লীগ করতেন এখনো আওয়ামী লীগ করেন, আপনাদের নেত্রীবৃন্দ নিজে বাঁচার জন্য দেশ ছেড়ে পালিয়েছেন। আপনাদের নেতাকর্মীদের কার কাছে রেখে গেছেন? কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি এ দেশের মানুষের কথা চিন্তা করে জেল খেটেছেন, পথসভায় এমন মন্তব্য করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেন।২৬ জুলাই শনিবার বিকালে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পথসভায় তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করি। আমাদের নেত্রীকে জেলখানায় রেখে প্রস্তাব দেওয়া হয়েছিল, যদি চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে চান তাহলে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, 'এ দেশ আমার, এদেশের মাটি আমার, এদেশের মানুষ আমার, আমি বিদেশে চিকিৎসা নেব না। আমি এই দেশে বসেই চিকিৎসা নেব।'তিনি বলেন, আওয়ামী লীগের অনেক নির্যাতন সহ্য করেছেন, জেল খেটেছেন এ গাংনীর মানুষ। অনেক সময় বিভিন্ন ফসলের জমিতে শুয়ে থেকেছেন।এসময় বিএনপি নেতা আমিরুল ইসলাম, রবিউল ইসলাম রবি, সুজন মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।