• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ১১:০৯:৪৭ (06-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।৬ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।উপজেলা পাট অধিদপ্তর সূত্রে জানা যায়, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন করার লক্ষ্যে উপজেলার কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে পাট অফিস। এসময় উন্নত প্রযুক্তির পাটবীজ উৎপাদনকারী বিষয়ে বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন চাষিকে নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেনের সভাপতিত্বে চাষি প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোহছেন উদ্দিন।এতে আরও বক্তব্য রাখেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা পাট পরিদর্শক আওরঙ্গজেব প্রমুখ। এসময় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আব্দুল হামিদ।