• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:০৮:০০ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:০৮:০০ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে রূপান্তর, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।২৫ জুন বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’(পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।কৃষি প্রযুক্তির উন্নয়ন, উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, স্থিতিশীলতা এবং বাজার সংযোগ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয় অনুষ্ঠানে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) মো. নুরুল ইসলাম বলেন, “পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ, মূল্য শৃঙ্খল (ভ্যালু চেইন) শক্তিশালীকরণ এবং কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হবেন।”কংগ্রেসে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহমেদ। মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম।এছাড়া বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন, মো. সোরহাব হোসেন, মো. সাহাজ উদ্দিন, মো. বিপুল মিয়া প্রমুখ।