পাবনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাবনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা কার্যালয় থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা স্বাধীনতা চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব কমল শেখ টিটু সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এ সংগঠন গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনতার অধিকার আদায়ে অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।আলোচনা সভা শেষে দেশ ও দলের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।