• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ১০:০৫:২১ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ১০:০৫:২১ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রনি শিকদার (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্য ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার শিকদারের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, রনি শিকদার কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইল থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রনি শিকদারকে উদ্ধার করে দ্রুত শফিপুরের তানহা হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। অটোরিকশার চালক ও আরোহীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।