• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩২ রাত ১২:৩৭:৪১ (06-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

পূবালী ব্যাংক পিএলসি’র ৫১০তম কোনাপাড়া শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: জনাকীর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূবালী ব্যাংক পিএলসি’র ৫১০তম শাখা উদ্বোধন হয়েছে।৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কোনাপাড়া শাখার শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংকের  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান। সভাপতিত্ব করেন উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (ঢাকা দক্ষিণ) মো. রফিকুল ইসলাম ।স্বাগত বক্তব্য রাখেন কোনাপাড়া শাখা ব্যবস্থাপক অনুপ কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয় ঢাকা দক্ষিণের উপ-মহাব্যবস্থাপক ও আরআরএম  এইচ এম ওমর ফারুক স্যার, উপ-মহাব্যবস্থাপক ও সদরঘাট শাখা ব্যবস্থাপক মৌসুমী রানী সাহা, ঢাকা দক্ষিণ অঞ্চলের অন্যান্য শাখা ব্যবস্থাপকগণসহ অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।শাখা ভবনের মালিক ও বন্দর স্টীলের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম এবং শাহরিয়ার স্টীলের কর্ণধার  মাসুদ তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন।